চরফ্যাশনে বাল্য বিবাহে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা

চরফ্যাশন পৌর সভার দক্ষিণ ফ্যাসন মহল্লার ২নং ওয়ার্ডের সদর রোর্ডে খাদিজা সুষ্টোরের মালিক শাহে আলমের কন্যার বাল্য বিয়ের ঘটনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমবার দুপুরে ১০হাজার টাকা জরিমনা করেছেন। বয়স না হওয়া পর্যন্ত বিয়ে পড়াবেননা বলেও মুসলেখা দেয়া হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, জন্ম নিবন্ধন সদন ও এস এস সির সার্টিফিকেট অনুযায়ী মেয়ের বায় দেখা যায়, ১২ জুন/২০০৫। বয়স মোতাবেক তার ১৬ বছর ৩মাস ১০দিন। সোমবার দুপুরে বিয়ের আয়োজন করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিপন বিশ^াস ঘটনা স্থলে গিয়ে ১০হাজার টাকা জরিমানা করে বাল্য বিবাহের কার্যক্রম স্থগিত করেছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ^াস বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে বাল্য বিবাহ অবস্থায় অনুষ্ঠানে পেয়েছি। কন্যার পিতার ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তাদের বিয়ের কার্যক্রম স্থগিত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।