চরফ্যাশনে মাছের ঘেরে মিলল ১ কেজি ওজনের ৮টি ইলিশ !

ভোলার চরফ্যাশনে মাছের ঘেরে পাওয়া গেছে এক কেজি ওজনের ৮টি ইলিশ। শুক্রবার উপজেলার চর কুকরি-মুকরিতে চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে ওই মাছগুলো পাওয়া যায়।
উন্নয়নকর্মী আনিচ হাওলাদার জানান, সকালে চর কুকরি-মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় রুই-কাতলার সঙ্গে বড় সাইজের আটটি ইলিশ উঠে আসে। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মেঘনা মোহনায় ও সাগর পারের মানুষ এই প্রথম পুকুর বা ঘেরে ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে আসেন।
তিনি জানান, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে। ইলিশ সামুদ্রিক মাছ হলেও পুকুর বা ঘেরেও এই মাছের চাষ নিয়ে হচ্ছে নানা গবেষণা। তবে ঘের মালিক চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ঘটনাস্থলে ছিলেন না। তিনি মাছ দেখেননি তবে শুনেছেন, তার ঘেরে এক কেজি ওজনের ইলিশ পাওয়া গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।