লালমোহনে স্বেচ্ছাসেবকলীগ নেতার কব্জি কর্তন মামলায় দুইজন গ্রেফতার

ভোলার লালমোহনের চরভূতায় স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিনের হাতের কব্জি কর্তনের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামী মিজানুর রহমান হাওলাদার (৪৫) ও ইলিয়াস ওরপে কালাম সরকার (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান হাওলাদার লালমোন পৌর ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের মৃত হানিপ হাওলাদারের ছেলে এবং ইলিয়াস ওরপে কালাম সরকার উপজেলার চরভূতা ইউনিয়নের মৃত মনু মিয়ার ছেলে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, জসিম উদ্দিনের কবজি কর্তনের ঘটনায় তার ছেলে নয়ন বাদি হয়ে মামলা দায়ের করেন। সোমবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করেন। মামলার অন্য আসামীদের কেও ধরার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উপজেলার চরভূতা কক্সবাজার মোড় এলাকায় ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে। এ ঘটনায় জসিম উদ্দিনের ছেলে বাদি হয়ে সোমবার (১৫ মার্চ) ১৫কে এজাহারভূক্তসহ ৫/৬জন অজ্ঞাতকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১০।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।