ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে প্রীতি টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে প্রীতি টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের সভাপতি (সবুজ) একাদশ বনাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (লাল) একাদশ দলের মধ্যকার খেলা হয়।
প্রথমে টসে জিতে সবুজ দল ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান রান করতে সক্ষম হয়। সবুজ দলের পক্ষে রায়হান আহম্মেদ সর্বোচ্চ ৪১, রাব্বানী ২৩ রান করেন। লাল দলের পক্ষে জিম ৩ উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে লাল দল ১৯ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বান্না সর্বোচ্চ ২৪ রান করে। সবুজ দলের পক্ষে রাব্বী ২ উইকেট লাভ করেন। সভাপতি (সবুজ) দল ১৩ রানে জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ।
খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণে আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ভার্চুয়ালি বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এ সময় ছাত্রলীগকে টেন্ডারবাজি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আলম মামুন, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সায়েম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।