বরকত দেওয়ার মালিক আল্লাহ্ কোন পীর নয় – মাওলানা সাঈদ আনসারী 

বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ্ কোন পীর নয় বলে জানিয়েছে হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। রাজাপুরের জনতাবাজার মসজিদ মাঠের বিশাল তাফসীর মাহফিলের সমাপনী দিনে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বয়ানে একথা বলেন, দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ কামরুল ইসলাম সাঈদ আনসারী।

তিনি বলেন, আজ মানুষের ঈমানের নিয়ে খেলছে তথাকথিত কিছু পীরে, আজ মানুষ গাছের প্রথম ফলটা নিয়ে যায় পীরের কাছে, বরকতের জন্য।
ওই মানুষরা জানে না যে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ্ কোন পীর নয়।
দুনিয়ার শ্রেষ্ঠ পীর সন্তানের বাবা মা।
মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম, মা বাবার মনে আঘাত দিয়ে সন্তান যতবড় নামাজীই হোক জান্নাতে যেতে পারবে না, মা বাবাই সন্তানের জন্য বড় পীর।
দেশবরেণ্য এই ইসলামী চিন্তাবিদ আরো বলেন, এখনকার অনেক বৌ’রা আছেন বিভিন্ন অযুহাত দিয়ে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি কে ফাঁকি দিয়ে শহরে চলে যায়,  সেই বৌ’রা লিখে রাখো তুমি যেমন করবে তোমার সন্তানের স্ত্রী ও তোমাকে এই অবহেলা করবে অথাৎ সন্তান বাবা মাকে আর বৌ’রা শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করুন।
এই সময় তিনি বলেন, বাবা মার সেবা আর রক্তের আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখলে তার অভাব অনটন কেটে যাবে।
সাঈদ আনসারী বলেন,হাজি সাহেব হয়ে লেবাস পাল্টালে হবে না চরিত্র ঠিক করতে হবে সবার আগে, নিকট আত্মীয়ের হক আদায় করতে হবে।
তিনদিন ব্যাপী তাফসীর মাহফিলে দেশবরেণ্য বিভিন্ন ইসলামী চিন্তাবিদরা বয়ান করেন।
 মাহফিলের প্রথম দুইদিনের সভাপতিত্ব করেন সমাজ সেবক হাছন আলী চৌকিদার সাহেব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।