ভোলায় আগামীকাল থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্যে আগামীকাল ১০ মার্চ বুধবার ভোলা সদর উপজেলায় এ কার্যক্রমের যাত্রা শুরু হতে যাচ্ছে। যা চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংযুক্ত তালিকা অনুসারে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ২৩ হাজার ৩৫ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, ভোলা সদর উপজেলা ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। তারই ধারাবাহিততায় আগামীকাল বুধবার ১০ই মার্চ পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদে, ১১ই মার্চ ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে, ১২ই মার্চ কাচিয়া ইউনিয়ন পরিষদে, ১৩ই মার্চ আলীনগর ইউনিয়ন পরিষদে, ১৪ই মার্চ চরসামাইয়া ইউনিয়ন পরিষদে, ১৫ মার্চ রাজাপুর ইউনিয়ন পরিষদে, ১৬ই মার্চ ভেলুমিয়া ইউনিয়ন পরিষদে, ২১ই মার্চ বাপ্তা ইউনিয়ন পরিষদে, ২২ই মার্চ ধনিয়া ইউনিয়ন পরিষদে, ২৩ই মার্চ উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদে, ২৪ই মার্চ দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদে, ২৫ মার্চ পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে, ৩ এপ্রিল শিবপুর ইউনিয়ন পরিষদে এবং ভোলা পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
যে সব নাগরিকগণ ভোটার হয়েছেন তারা নিজেদের কাছে থাকা স্লিপ নিয়ে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।