টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো দুনিয়া কাপানো ভাষণ

আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা সদর আসনের সাংসদ তোফায়েল আহমেদ এমপি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিলো দুনিয়া কাপানো একটি ভাষণ। ৭ ই মার্চের এই দিনটি সমগ্র বাঙালি জাতীর হৃদয় স্পর্শ করেছিল। একজন মহান নেতা যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই মহান নেতা ৭ই মার্চে এমন একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মধ্য দিয়ে নীরস্ত্র বাঙালি জাতীকে সস্ত্র বাঙালি জাতীতে রুপান্তরিত করেছিল। এবং সমগ্র বাঙালি জাতীকে এক মোহনায় এক কাতারে দাঁড় করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান। রবিবার সকাল ১১ টার সময় জেলা আ’লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মত বিনিময় সভায় টেলি কনফারেন্সে তোফায়েল আহমেদ এমপি এই সব কথা বলেন।
জেলা আ’লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ছবিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা আ’লীগ। এসময় পরে আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ নজরুল ইসলাম গোলদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপ প্রচার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, উপ-দপ্তর সম্পাদক সামসুদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলি নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা ছাত্রীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।