গলাচিপায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

 

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায়
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন দিবসটির কার্যক্রম শুরু করে। সকাল ৮ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।পরে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সংবাদকগণ উপস্থিত ছিলেন। এর আগে ৭ মার্চের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা প্রাঙ্গণে জাতীয় সংগীত প্রচার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো.নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা, মুক্তিযোদ্ধা সানু ঢালী, ফোরকান করিম প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা সামাজিক দূরত্ব বজায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।