ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উত্তর দিঘলদী ইউনিয়নে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রবিবার বিকাল ৪ টায় ঘুইংগার হাটে অবস্থিত অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ই মার্চে রেসকোর্স ময়দানে সমবেত হয়ে বাঙালি জাতি শ্লোগান দিয়েছিল-শেখ মুজিবের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর, বীর বাঙালী অ¯্র ধর, বাংলাদেশ স্বাধীন করো, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” এ শ্লোগানকে স্মরণ করে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল মন্নান মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি প্রফেসর মোঃ ফরিদ উদ্দিন খন্দকার ও সাবেক আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুর নবী মাষ্টার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের সে ভাষণ শুনে বীর বাঙ্গালি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, বাংলাদেশ স্বাধীন করেছিল। আর সে মহান নেতাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন বাংলার সিংহ পুরুষ সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ। আজ সকলের কাছে মাননীয় তোফায়েল আহমেদেও জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ফখরুল ইসলাম লাভলু হাওলাদার, ফখরুল ইসলাম জামাল, মোঃ আজগর আলী, মোঃ ইমাম হোসেন, মোঃ সিরাজ রাড়ি, আব্দুল মালেক, জসিম খন্দকার, মোঃ কামরুল খন্দকার, সাইফুল ইসলাম বাহার, মোঃ মনজুর রহমান, মোঃ বাবলু সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।