ভোলায় সুদি মহাজনদের চাপে গৃহবধূর মৃত্যু 

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সুদের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে এক গৃহবধূ মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।
শনিবার সকালে ভোলা সদরের ইলিশা ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
মৃত্যু রিংকু বেগম (৩৫) ওই এলাকার খোকন এর স্ত্রী এবং তিন সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বিভিন্নজন এবং এনজিও থেকে সুদের উপর টাকা নিয়েছে রিংকু বেগম।
কিন্তু সেই টাকার জন্য বিভিন্ন সময় পাওনাদার এসে বাসায় গালমন্দ করেন।
শনিবার সকালে টাকা পরিশোধ নিয়ে তার স্বামীর সাথে বাকবিতণ্ডা ঘটে, এর পরই কিটনাশক খেয়ে আত্মহত্যা করেন রিংকু বেগম।
তবে মৃত্যু নিয়ে রিংকুর পরিবার মুখ না খুললেও রিংকু মৃত্যুর পিছনে তার নিকটবর্তী আত্মীয় এক প্রভাবশালী ব্যক্তির সাথে দেনা-পাওনা নিয়ে মনমালিন্য ঘটার পরই আত্মহত্যা করেন বলে একটি সূত্রে জানা গেছে।
এই বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ শেখ ফরিদ উদ্দিন বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিভিন্নজন থেকে সুদের টাকা নিয়ে সেটা পরিশোধ করতে না পেরে কিটনাশক খেয়ে আত্মহত্যা করেন তবে ময়না তদন্তের পরই জানা যাবে।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।