ভোলায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছের জাতকে ধরে রাখতে অবহিতকরণ কর্মশালা

ভোলায় বিলুপ্ত প্রায় দেশীয় মাছের জাতকে ধরে রাখার জন্য হ্যাচারী মালিক ও পোনা উৎপাদনকারী ব্যাবসায়ীদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর সহকারী ব্যাবস্থাপক (মৎস্য) মোঃ সুজন খান।
গ্রামীণ জন উন্নযন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ সরোয়ার আলম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, পরিচালক (মাইক্রেফিন্যান্স) মোঃ জাকির হোসেন ও অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল। মাল্টিমিডিয়া প্রেজেনটেশন করেন মৎস্য কর্মকর্তা জারিফুল ইসলাম।
কর্মশালায় হ্যাচারি মালিক পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিস্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা দেশীয় মাছের জাতকে ধরে রাখতে মৎস্য উৎপাদনের সাথে জড়িত সবার প্রতি আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।