চরফ্যাশনে ৭ মন জাটকা ইলিশ সহ ১০ ড্রাম বিভিন্ন প্রজাতির মাছ জব্দ

জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এর নেতৃত্বে (১ মার্চ) সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বকশি মজিবনগর, নজরুল নগরসহ তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২টি কেরিন ট্রলারসহ ৭ মন জাটকা ইলিশ মাছসহ ১০ ড্রাম বিভিন্ন প্রজাতির মাছ আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ৭ মন জাটকা ইলিশ ও ১০ ড্রাম বিভিন্ন প্রজাতির মাছ চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে ১২ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন। এ সময় নিলামে বিক্রি করেন ৪৯৩০০ টাকার বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আলহাজ্ব মো: আব্বাছ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। এবং ট্রলার ২টি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।