তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে ক্রীড়া সংস্থাগুলোকে যথাযথ উদ্যোগ গ্রহন করতে হবে-এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ফুটবল, হ্যান্ডবল, হাডুডু, ভলিবলসহ যেকোন খেলাধূলাই হোক, ছেলেরা যদি খেলাধূলা করে, তাহলে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার সুযোগ নেই। সবাই কে ধীরে ধীরে মাঠমূখী করতে হবে, তাদের শারীরিক ফিটনেস আনতে হবে। ২৬ ফেব্রুয়ারি ২০২১ ইং শুক্রবার রাত ৮টায় মুক্তিযুদ্ধ মঞ্চ লালমোহন উপজেলা ও পৌর শাখার আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে “বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টূর্ণামেন্ট’র” ফাইনাল খেলা পরবর্তী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরও বলেন, ব্যাডমিন্টন আগে রাজধানী পর্যায়ে খেলা হতো। তবে বর্তমানে ধীরে ধীরে আমাদের গ্রামবাংলার জেলা-উপজেলায় জনপ্রিয় খেলায় পরিনত হয়েছে। এসময় খেলাটিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নিয়মিত টূর্ণামেন্টের আয়োজন করে তরুণ প্রজন্মকে খেলাধূলায় উদ্বুগ্ধ করতে ক্রীড়া সংস্থাগুলোর প্রতি আহবান জানান তিনি। পরে ফাইনাল খেলায় বিজয়ী “ফরচুন পূর্বপাড়া (লালমোহন)” এর হাতে পুরস্কার তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভার কাউন্সিলরগণসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।