সর্বশেষঃ

ভোলা পৌর নির্বাচন : শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঞ্জাবী প্রতীকের কাউন্সিল প্রার্থী মোঃ হুমায়ুন কবির সোপানের কর্মীকে মারধর ও বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন করায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর কাছে পাঞ্জাবী প্রতীকের কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবির সোপান এই লিখিত অভিযোগ প্রদান করেন। এসময় তিনি ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোলা পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডের আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
লিখিত অভিযোগে ৩নং ওয়ার্ডের পাঞ্জাবী প্রতীকের কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবির সোপান বলেন, তার কর্মীদের উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত ও ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে অস্ত্র প্রদর্শণ এবং এলাকা ছাড়ার হুমকি প্রদানসহ শারীরিকভাবে লাঞ্চিত করার হুমকী প্রদান করছে। তার ব্যাপক জনসমর্থন দেখে প্রতিপক্ষের একটি বাহিনী ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় হাওলাদার বাড়ী মসজিদের পাশে আমার কর্মী মোঃ আমিনুল ইসলাম মাসুমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এস.এস পাইপ ও রড দিয়ে হামলা করে মাসুমের হাতে, কানের নিচে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মাসুম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।