লালমোহন পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় ড্রেন কাম রাস্তা না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে

ভোলার লালমোহন পৌরসভা প্রান কেন্দ্র ৬নং ওয়ার্ড লালমোহন থানা ও ভুমি অফিসের পিছনের মেইন সড়কের পানির পাম্পের পাশ থেকে মধ্য বাজার পর্যন্ত হাফ কিলোমিটার ড্রেন না করার কারেন এই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। কাঁচা ড্রেনটিতে ময়লা আবর্জনা ফেলার কারনে পরিবেশ দুষণসহ ড্রেনটি এখন মৃত প্রায়। ড্রেনটি ভরে যাওয়ার কারনে বর্ষার সময় এই এলাকার পানি নিস্কাশন হচ্ছে না। ফলে এলাকার মানুষের ঘরবাড়ীর মধ্যে বর্ষার মৌসূমে ময়লা পানি উঠে যায়। জন্ম নেয় মশা মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ। এর মধ্যে এলাকাবাসীর বসবাস করতে হয়। এলাকার রাসেল, নারায়ন দাস, দিপঙ্কর দাস, নীলরতন দাস, দিপঙ্কর ডাক্তার, তারেক কর্মকার, সেম্ভু মাস্টার সহ কয়েকজন বাসিন্ধা জানান আমরা প্রতি বছর নিয়মিত পৌরসভার বিভিন্ন কর/ট্যাক্স/ভ্যাট দিয়ে আসছি। অথচ পৌরসভা থেকে কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছিনা। ড্রেনটির ময়লা আবর্জনা পরিস্কার করাসহ এখানে একটি স্থায়ী পাকা ড্রেন কাম রাস্তা করার জন্য পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনকে বারবার বলার পরও প্রতিবারই আশ্বাস ছাড়া তিনি আর কিছু দেয়নি। এই ড্রেন কাম রাস্তাটি হলে লালমোহন বাজারের বিকল্প একটি যাতায়াতের ব্যবস্থা হবে। ফলে বাজরের যানজট কমবে, ব্যবসায়ীরা উপকৃত হবে এবং পরিবেশ দূষিত হবে না।এলাকাবাসী আগামী বর্ষার পূর্বেই এই এলাকায় একটি ড্রেন কাম রাস্তা করার জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন‘র দৃষ্টি আকর্ষন করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।