ফলোআপ

ভোলায় নির্বাচনী সহিংসতায় ৩০ জনকে আসামি করে মামলা

ভোলা সদর পৌরসভায় নির্বাচনী সহিংসতায় ৩০ জন আসামীকে উল্লেখ্য করে এবং ১৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি জিআর মামলা করা হয়েছে। মামলা নং-২৭। গত ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাঁতে ভোলা সদর থানায় হাজির হয়ে এই মামলাটি করেন মামলার বাদী জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন মামলার কথা স্বীকার করে বলেন, আইন শৃঙখলা রক্ষার সার্থে এই মামলা করা হয়েছে। আমরা অচিরেই আসামিদের আইনের আওতায় আনার সব রকম চেষ্টা করছি। তাছাড়া আগামী ২৮ তারিখ পৌর নির্বাচনকে ঘিরে যে বা যাহারা আইন শৃঙখলা বিনষ্ট করার চেষ্টা করবে তাহাদের আইনের আওতায় এনে নির্বাচনকে সুষ্ঠ করার সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ভোলা সদর ৪ নং ওয়ার্ডে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মানের উট পাখির কর্মীদের গনসংযোগে অপর কাউন্সিলর প্রার্থী শওকাত হোসেনের ডালিম মার্কার সমর্থকরা হামলা চালালে সমর্থকদের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নৌকা সমর্থীত প্রার্থীর অফিস ভাঙ্গচুর করা হয়। এই ঘটনায় মহিলা ও পুরুষ ভোটার সহ অন্তত ১৫ জন আহত হন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।