সর্বশেষঃ

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার

মনপুরায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর বুঝিয়ে দিলেন জেলা প্রশাসক

ভোলার মনপুরায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আধা-পাকা ঘর ও ঘরের দুই শতাংশ জমির দলিল বুঝিয়ে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নতুন নির্মিত ১৭ টি ঘর ও জমি বুঝিয়ে দেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন সাথে কথা বলেন ও নতুন নির্মিত ঘরের কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের কারণে দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। যারা এখন ঘর পায়নি তাদেরও ঘর দেওয়া হবে। এই সময় ঘর পাওয়া ভূমিহীন ও গৃহহীন জাহানারা বেগম জেলা প্রশাসক পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। পরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ওসি শাখাওয়াত হোসেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ কাজী সহ অন্যান্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।