ঢাকাস্থ ভোলা জেলা জার্নালিষ্ট ফোরামের কমিটি গঠিত

ঢাকাস্থ ভোলা জেলা জার্নালিষ্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) রাতে জাতীয় প্রেসক্লাবে এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত করা হয়েছে রাকিব হাসনাত সুমন (বিবিসি বাংলা), সাধারণ সম্পাক সাধারণ সম্পাদক তাপোসী রাবেয়া আখি (ডেইলি আওয়ার টাইমস)।
এ কমিটির উপদেষ্টাবৃন্দ হলেন, কবি নাসির আহমেদ, আরেফিন ফয়সাল, মাসুম বিল্লাহ, হাসান মাহমুদ, ইদ্রিস মাদ্রাজী, শাহ মতিন টিপু, আসিফ হাসান, বজলু, নাসির আল মামুন, ইয়াসিন মোহাম্মদ, আমিরুল ইসলাম বাসেত।
কমিটির সহ-সভাপতি-১। শাহনাজ বিশ্বাস ইয়াসমিন (বৈশাখী টেলিভিশন), ২। মুজাহেরুল ইসলাম রুমেন (৭১ টেলিভিশন), যুগ্ম সম্পাদক: ১। নাহিদ তন্ময় (দৈনিক সমকাল), ২। জয়দেব দাস (বৈশাখী টেলিভিশন), অর্থ সম্পাদক- নাজিউর রহমান সোহেল (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার (দৈনিক সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ সুমন (একুশে টেলিভিশন), দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহিন (এনটিভি), ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান (দৈনিক ভোরের ডাক)।
এছাড়া কার্যনির্বাহী সম্পাদক হলেন ১. শাহজাহান সাজু (দৈনিক খবরপত্র), ২. ফরিদ উদ্দিন (দৈনিক মানবজমিন), ৩. সেকান্দার রেহমান (বাংলাভিশন), ৪. মহিউদ্দিন নিলয় (দৈনিক প্রথম আলো), ৫. সৈয়দ সাইফুল ইসলাম (শীর্ষ নিউজ), ৬. শাহাদাত হোসেন পরশ- (দৈনিক সমকাল), ৭. এসএম আজাদ (দৈনিক কালের কন্ঠ), ৮. এমএম জসিম (দি বিজনেস স্ট্যান্ডার্ড), ৯. সাইদুল ইসলাম- (দৈনিক ভোরের ডাক), ১০. সাইফ বাবলু (দৈনিক সংবাদ), ১১. হাসান জাবেদ (দৈনিক আমাদের সময়), ১২. আব্বাস উদ্দিন নয়ন (দি বিজনেস স্ট্যান্ডার্ড), ১৩. ইয়ামিন সাজেদ (দি বিজনেস স্ট্যান্ডার্ড)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।