বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলা বীরমুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজট যাচাই-বাচাই করেছে ট্রাস্কফোর্স কমিটি। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ কার্যক্রম সমাপ্ত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোঃ সাইফুর রহমান জানান, বেসরকারি গেজেটে অন্তভূক্ত ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই চলবে। তবে নীতিমালার আওতায় ৩১ জনের নাম লালমুক্তিবার্তায় থাকায় তারা অটো তালিকাভুক্ত হবেন। এখন কমিটি সকলের উপস্থিতিতে ১৯ জনের যাচাই-বাচাই করে তালিকা প্রেরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কমিটির সকলের মতামতের ভিক্তিতে যাচাই-বাচাই করে আমরা একটি সুপারিশ পাঠাবো। এ সময় উপস্থিত ছিলেন জামুকা কর্তৃক মনোনীত উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা জুলফিকার আলী, স্থানীয় সংসদ সদস্যদের প্রতিনিধি মুক্তিযোদ্ধা শাহজাদা তালুকদার, জেলা প্রশাসকের প্রতিনিধি সাবেক কমান্ডার আহমেদ উল্যাহ মিয়া।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।