সর্বশেষঃ

মনপুরায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় এক জনের কারাদন্ড

ভোলার মনপুরায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজে বাধাঁ ও ঘর নির্মাণের ইট নিয়ে যাওয়ায় একজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এই সময় আটককৃতের বাড়ি থেকে ঘর নির্মাণের কাজে ব্যবহৃত ইট উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যামান আদারতের মাধ্যমে ৭ দিনের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার দুপুর ১২ টায় আটককৃত দন্ডপ্রাপ্ত আসামীকে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের ২নং ওয়ার্ডে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের স্থান থেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃত দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, মোঃ রাব্বি (৩৫)। তিনি উপজেলার সোনারচর গ্রামের বাসিন্দা হানিফের ছেলে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম মিঞা জানান, ঘর নির্মাণের কাজে বাঁধা দেওয়ায় একজনকে আটক করে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়। আটককৃতদের বাড়ি থেকে ইট উদ্ধার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।