ভোলার ইলিশায় ধরা পড়লো গোল্ডেন ঈগল

ভোলা সদর উপজেলার ইলিশায় উড়ন্ত ঈগল হঠাৎ মাটিতে পড়লে পুলিশ কে জানালে পুলিশ উদ্ধার করে ভোলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর কাছে তুলে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মজিদ মেম্বার বাড়ীর পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ইলিশা পুলিশ ফাঁড়ি এ এস আই গোলজার হোসেন এবং মাইনুল ইসলাম ও কনস্টেবল আলামিন ঘটনাস্থল গিয়ে উৎসুক জনতার থেকে উদ্ধার করেন।
 ওজন প্রায় ১০কিলো। দুটি ডানা মিললে প্রায় ৭ফিট। অসুস্থ অবস্থায় উদ্ধার হয়।উত্তর আমেরিকার সবচেয়ে বড় এবং দ্রুতগামী পাখি সম্ভবত দলছুট হয়ে বা পথ হারিয়ে এখানে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ভোলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর কর্মকতা কামরুল ইসলাম জানান, ঈগলটিকে ভেটেরনারি চিকিৎসকের সাহায্য নিয়ে সুস্থ করার উদ্যোগ নিচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।