বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার হাতেই বাস্তবায়িত হচ্ছে : এমপি জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ আবদুল্ল¬াহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ শেখ হাসিনার হাতেই বাস্তবায়িত হচ্ছে। বৃহস্পতিবার (৭জানুয়ারী) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল অনুদানের চেক গরীব ও দুস্থদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি জ্যাকব এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কথা নয় কাজে শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণে দক্ষিণাঞ্চলে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতু বিশ্বের কাছে বাংলাদেশের আত্ম মর্যাদা বৃদ্ধি করেছে। পর্যটনের অপারর সম্ভবনাময় আকর্ষণীয় করার জন্য সী-বিচ হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতশত পর্যটক চরফ্যাশনে আসে। দক্ষিণ হাওয়া সী-বিচ উন্নয়নের জন্যই তিপূর্বে ২০ লক্ষ টাকা বরাদ্ধ করছি।


বিকেলে চরফ্যাশনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃইউনিয়ন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা উপভোগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের সাড়ে ৫ লাখ টাকার চেক দুস্থদের মাঝে বিতরণ করেন।
এসময় চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ, অধ্যক্ষ আহম্মদ উল্লাহ, বাজার ব্যবসায়ী সতিমির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী, আওয়ামীলীগ নেতা সোলায়মান ভূইয়া, উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি ৫ দিনের সফরে চরফ্যাশন-মনপুরায় এসেছেন। মনপুরায় কম্বল বিতরণ করেছেন। বাকী দিনগুলোতে চরফ্যাশনে দুস্থদের মাঝে পৌরসভাসহ ২২টি ইউনিয়নে কম্বল বিতরণ করবেন বলে তার একান্ত সচিব সূত্রে জানাা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।