ভোলায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোলায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ডিএসএ ব্লু কে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হলো ডিএসএ রেড। সোমবার (৪ জানুয়ারি) সকালে ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে টস জিতে ডিএসএ রেড দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে খেলার শুরুতেই তোপের মুখে পরে ডিএসএ ব্লু দল। তারা ৮ উইকেটে ২০ ওভারে ৯২ রান করে।


২৬ রানে বিজয়ী হয় ডিএসএ রেড। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুন্নু রায়হান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম চৌধুরি রবিন, যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরি, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, সুমন খান, হাফিজুর রহমান তসলিম, গিয়াস উদ্দিন ফারুক, আব্দুল আললিম আরিফ, হামিদুর রহমান হাসিব, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ঈডঅই) ভোলা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সৈকত প্রমুখ। ফাইনাল ম্যাচ আম্পিয়ারিং করেন তাহলা তালুকদার বাঁধন ও আরমান পারভেজ মাসুম।
টুর্নামেন্টে নূরউদ্দিন ও আদনান ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হন, ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আতিক, ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন আবু সায়েম চৌধুরী অমি, হাইয়েস্ট উইকেট টেকার মোঃ মেহেদী (১০ উইকেট) ও হাইয়েস্ট রান স্কোরার-আবু সায়েম চৌধুরী অমি (১২৯ রান)।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসক এর সার্বিক সহযোগিতায় গত ২৮ ডিসেম্বর ভোলার বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ডিএসএ ব্লু, ডিএসএ গ্রীন ও ডিএসএ রেড মোট ৩ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।