সর্বশেষঃ

স্কুলে-স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়েছেন শিক্ষকরা

প্রতিবছরের মত নতুন শিক্ষাবর্ষে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। তবে, করোনা মহামারির কারণে এবার বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তায় স্কুল থেকেই বই বিতরণ করা হচ্ছে। শুক্রবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন স্কুলে-স্কুলে শিক্ষার্থীদের বই বিতরণ শুরু হচ্ছে। শিক্ষার্থীরা স্কুলে এসে বই সংগ্রহ করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ভোলার দৌলতখান উপজেলার নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়সহ পুরো উপজেলার স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন শিক্ষকরা।


এ বছর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে প্রায় ৩৫ কোটি নতুন বই ছাপিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পাঠ্যবই বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হলেও এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ থেকে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।