তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণে কারেন্টজাল জব্দ

ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আটক করেছেন। আটককৃত জাল বিকালে শশীগঞ্জ মাছঘাটে এনে পোড়ানো হয়েছে। বৃহস্পতিবার দিনভর মেঘনা নদীতে অভিযানে ১২টি নৌকা থেকে প্রায় একলক্ষ মিটার জাল আটক করা হয়।


তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ (পি. ও) এর নেতৃত্বে তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীর সোনার চর, চর মোজাম্মেল, চর লাদেন, চর কাঞ্চন ও বাসনভাঙার চর এলাকায় অভিযান চালিয়ে প্রায় একলক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ জানান, মেঘনায় ইলিশ মাছ রক্ষায় নিয়মিত টহলে অবৈধ জাল আটক ও ধ্বংস অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।