বরগুনার পাথরঘাটায় ৩টি তক্ষক সহ এক পাচারকারী আটক

বরগুনা জেলার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩টি তক্ষক সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সাড়ে ১২টার দিকে কোষ্ট গার্ড অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানির জ্ঞানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি তক্ষকসহ মোঃ চুন্নু (৫০) নামক একজন তক্ষক ব্যবসায়ীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য টাকা ৩ কোটি ৫০ লাখ টাকা। পাচারকারী মোঃ চুন্নু (৫০) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানির জ্ঞানপাড়া গ্রামের আব্দুল লতিফ আকন এর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ০৩টি তক্ষকসহ পাচারকারীকে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোষ্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার এর পক্ষে এম মেহেদী হাসান লেফট্যানেন্ট কমান্ডার বিএন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।