সর্বশেষঃ

ভোলার ইলিশায় আগুণ নিয়ন্ত্রণে পুলিশ সদস্য মাকছুদের ভূমিকা প্রশংসনীয়

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নীকান্ডে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
বুধবার সন্ধ্যায় এই আগুণের ঘটনা ঘটে। এদিকে আগুণ নিয়ন্ত্রণ করার জন্য সবার আগে জীবনের ঝুঁকি নিয়ে টিনের চালে উঠে যান ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মোঃ মাকছুদুর রহমান।
সবাই যখন দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছেন,কেউ আবার ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত, তখনই ঝুঁকি নিয়ে এস আই শেখ ফরিদ ও এ এস আই সুজনের নেতৃত্বে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কনস্টেবল মাকছুদুর রহমান। কনস্টেবল মাকছুদের ভুমিকা দেখে তার সাথে যুক্ত হয় স্থানীয় যুবকরা।
এদিকে মাকছুদের এমন ভুমিকায় প্রশংসনীয় হয়েছে সবার কাছে, পুলিশ যে মানুষের বিপদের বন্ধু সেটা আবারো প্রমাণ করলেন কনস্টেবল মাকছুদুর রহমান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।