করোনায় আক্রান্ত মোশারেফ হোসেন শাজাহান’র পরিবার ॥ সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া মাহ্ফলি

ভোলা-১ আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহান মিয়ার সহধর্মিনী প্রফেসার ফিরোজা বেগম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের পরিবারবর্গ এবং ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ ও তার পরিবারবর্গ করোনায় আক্রান্ত। তাদের সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল করেছে ভোলা জেলা বিএনপি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের মহাজন পট্টি জেলা বিএনপির কার্যলয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মোশারেফ হোসেন শাজাহানের পরিবারবর্গ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, ভোলাসহ সারাদেশের যারা করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের খতিব মাওলানা নূরে আলম।
জেলা বিএনপির সহ সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ-ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক কবির হোসেন, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।