বোরহানউদ্দিনে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আজাদ হাওলাদার (৩৫) নামে এক ব্যসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ হাওলাদার কাচিয়া ইউনিয়নের চকডোস গ্রামের মৃত বজলু হাওলাদের ছেলে।
পুলিশ জানায়, সকালের দিকে ওই ব্যবসায়ী তার নিজের নির্মাণাধীন দুই তলা ভবনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আজাদ গত ইউপি নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।