সর্বশেষঃ

পাঁচ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা।

ভোলায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০’র উদ্বোধন

ভোলায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) ভোলা সদর হাসপাতালে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন ডাঃ মো. রেজাউল ইসলাম। এই উপলক্ষে সকাল ১১ টায় সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভোলা এরিয়ার প্রধান ডাঃ হাসনাইন আহাম্মেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা খান জুটি, ডাঃ সিফাত বিনতে আলমগীর, আর টিভি’র ভোলা প্রতিনিধি অমিতাব রায় অপু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্ধ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার ১২ই ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলবে। জেলায় মোট ৫ হাজার ৩ শত ৩৪ টি কেন্দ্র ৯ মাস থেকে ১০ বছরের কম সকল শিশুকে মোট ৫ লাখ ৪৮ হাজার ৯ শত শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ সময়ে প্রতিটি কেন্দ্রে ২ জন করে টিকাদানকারি ও ৩ জন সেচ্ছাসেবক কাজ করবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।