ভোলার রাজাপুরে বিষ দিয়ে মহিলা মেম্বারের মাছ নিধন
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন আক্তার ভুট্রু’র ঘেরের ১ লক্ষাধিক টাকার মাছ রাতের আধারে কিটনাশক দিয়ে নিধন করেছে দৃৃর্বত্তরা। শুক্রবার রাতে রাজাপুর ৪নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নাসরিন আক্তার ভুট্রু’র ছেলে সাংবাদিকদের বলেন, আমাদের প্রতিবেশি ও যুবদল নেতা তাজুল সর্দার, বিজেপির নেতা বাবুল হাওলাদার রাতের আধারে এই কিটনাশক দিয়ে আমাদের পুকুরের মাছ নিধন করেছে। এতে আমাদের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত তাজুল সর্দারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।