সর্বশেষঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চরফ্যাশনে প্রতিবাদ ও বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল অফিসারবৃন্দদেও নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জ্যাকব টাওয়াও ফ্যাশন স্কয়ারে মিলিত হন। সংক্ষিপ্ত সভার পূর্বে জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে শুরু করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বশাক, চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়াসহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।
বক্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙিকার ব্যক্ত করে বলেন, বিশে^র মধ্যে পাকিস্তানে আল্লামা ইকবালের ভাস্কর্য রয়েছে। তুরস্কে, ইরান, মালশিয়া ও ইরাকে ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে যারা স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করেছে তারা দেশ ও রাস্ট্রদ্রোহী। তাদের প্রতিহত করার জন্যে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।