চরফ্যাশনে ডিজিটাল দিবস পালিত
চরফ্যাশন উপজেলার প্রশাসনের উদ্যোগে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের বাস্তাবায়নে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ পালিত হয়েছে। শনিবার ১২টা থেকে ৩টা পর্যন্ত ডিজিটাল দিবসের উপর বিভিন্ন স্কুল কলেজ, মাদ্র্রসার শিক্ষার্থীগণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেছেন। বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ^াস বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কর বিতরণ করেন। এই সময় বিচারকমন্ডলী ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিউল আলম, শশীভূষণ সাব-রেজিষ্টার প্রণয় রায়, চরফ্যাশ সরকারি কলেজের প্রভাষক মোশারেফ হোসেন, সাংবাদিক আমির হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, আজ তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় দেশকে প্রত্যেক সেক্টরের ডিজিটাইজড করা শুরু করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস, ল্যাব প্রদান, ই-বুকের ব্যবস্থা, স্বাস্থ্য ও ভূমি সহ প্রত্যেকে মোবাইলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করে প্রযুক্তিকে আরো এগিয়ে দিয়েছেন।