বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী
পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই পদক প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক প্রদান করেন। এ সময় অনলাইনের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী।
পদকপ্রাপ্ত নারীরা হলেন- নারী শিক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য কর্নেল ডা. নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির জন্য নারী নেত্রী বেগম মুশতারী শফী ও নারী অধিকারে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।