সর্বশেষঃ

মেহেন্দিগঞ্জের নিজ গ্রামে শায়িত হলেন ইলিশা সড়কে নিহত মাজহারুল ইসলাম জশিম

গতকাল সোমবার ভোলা লক্ষীপুর মহাসড়কে বাস-সি এন জি সংঘর্ষের ঘটনায় নিহত স্কুল শিক্ষক মাজহারুল ইসলাম জসিমের  নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় মেহেন্দীগঞ্জ  উপজেলায় ১১নং চাঁনপুরে মরহুমের নিজ গ্রামে সুকনা কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাজহারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়ে তার পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।
 মরহুম জসিমের নামাজে জানাজায় মেহেন্দীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু
সহ ভোলা সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মরহুমের সহপাঠি রাজাপুরের সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
 এসময় নিহত মাজহারুল ইসলামের কর্মরত ৬৩ নং উত্তর চরসীতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিরা শরিক হন। জানাজার শুরুর আগে একপর্যায়ে মরহুমের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তুলে ধরেন  ভোলা সহকারি শিক্ষক সমিতির সদ্যস্যবৃন্দ।
 পরে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
 এসময় তার আত্মীয়-পরিজন ও গুণগ্রাহীসহ স্থানীয় সাধারণ মরহুমকে শেষ  শ্রদ্ধা জানাতে কান্নায় ভেঙ্গে পরেন।
 মরহুম মাজহারুলকে শেষ শ্রদ্ধা জানাতে চাঁন ইউনিয়ের সম্মানিত চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালি সহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
এ সময় রাজাপুর ইউনিয়ন  আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক সাদেক চোকদার এ অনাকাঙ্খিত মৃত্যুর  শোক ও দুঃখ প্রকাশ করেছন।
 মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।