সর্বশেষঃ

মনপুরায় কাঁকড়া চাষী ও আহরণকারীদের মধ্যে উপকরণ বিতরণ

‘করবো মোরা কাঁকড়া চাষ, থাকবো সুখে বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় কাঁকড়া চাষী ও আহরণকারীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উদ্যোগে ২০ জন কাঁকড়া চাষী ও ১০ জন আহরনকারীদের মধ্যে এই উপকরণ বিতরন করা হয়। এই সময় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কার্যালয়ে সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কামরুল ইসলামের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।


সভায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এরিয়া ইনচার্জ মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারি পরিচালক আনিসুর রহমান টিপু, কাঁকড়া চাষ প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী আজম সহ অন্যান্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।