সর্বশেষঃ

চরফ্যাশনে ইটভাটায় অভিযান ॥ জরিমানা আদায়

ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের “মেসার্স আমান ব্রিকস” এ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ইটভাটার ৫০ হাজার টাকা জরিমানা ও ১ লাখ ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস ফোর্স নিয়ে আমান ব্রিকস ফিল্ডে উপস্থিত হলে ব্রিকস এর ম্যাজেনার পালিয়ে যায়। এতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৈরীকৃত ৫০হাজার টাকা জরিমানা ও ১লাখ ইট পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে।


সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস বলেন, মেসার্স আমান ইট ব্রিকস ফিল্ডের কোন লাইসেন্স নেই এবং অবৈধ ভাবে নিষিদ্ধ কাঠ পুড়িয়ে ঘণবসতি এলাকায় পরিবেশ দূষিত করেছে। ১ ঘন্টার পরে ম্যানেজার উপস্থিত হন। সরকারি আইন অমান্য করায় ম্যানেজার আবদুস সত্তারের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এছাড়া একই উপজেলার রিফাত ব্রিকস এ অভিযান পরিচালনা করে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পর্যায়ক্রমে উপজেলার মধ্যে অবৈধ ইট ব্রিকস্ ফিল্ডে অভিযান পারিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।