কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর।।ভোলায় আওয়ামীলীগ সভাপতির প্রতিবাদ সভা
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে ভোলায় জেলা আওয়ামীলীগ এর ব্যানারে প্রতিবাদ সভা করেছেন জেলা আওয়ামীলীগ এর সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হউন এই স্লোগানে মঙ্গলবার সন্ধ্যায় ভোলা শহরের সদর রোডের এইচআরডিএফ এর কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগ এর সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, মোবাশ্বিরুল উল্লাহ্ চৌধুরী,শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম সাহা, চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,জেলা যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন,শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা মেহেররাব মোল্লাপ্রমুখ।
প্রতিবাদ সভার সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি।