সর্বশেষঃ

ভোলার ইলিশা সড়কে বাস চাপায় নিহত-২ আহত -৩।। বাস ভাঙচুর সড়ক অবরোধ 

ভোলার ভোলা লক্ষ্মীপুর সড়কের ইলিশা ব্যারিস্টার কাচারী নামক জায়গায় ইলিশাগামী ভোলা বাস মালিক সমিতি লেখা একটি যাত্রীবাহী বাস এবং ভোলাগামী একটি সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাজহারুল ইসলাম জশিম নামের এক প্রধান শিক্ষক মৃত্যুবরণ করেন এবং জয় সিকদার নামে একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আশঙ্কাজনক দুইজন কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকালে ইলিশা ২নং ওয়ার্ডের ব্যারিস্টার কাচারী নামক জায়গায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ইলিশাঘাটের লঞ্চের একজন সুপারভাইজার গাড়ীতে উঠে ড্রাইভার এবং টিকেট মাষ্টারের সাথে কথা বললেই বেপরোয়া গতিতে গাড়ী চালাতে থাকে এর কিছুক্ষণ পরেই এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় রাজাপুর ইউনিয়নের চর সিতারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জশিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ।
নিহত জশিম চানপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল ছাত্তারের ছেলে এবং তিন সন্তানের জনক।
গুরুত্বর আহত ৪ জনের মধ্যে জয় সিকদার নামের একজন সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং আহত আবুল কালাম, এবং তুম্পা রাণী কে বরিশাল হাসপাতালে এবং তামান্না সদর হাসপাতাল চিকিৎসাধীন।
নিহত জয় সিকদার পাতার হাট এলাকার দিরেন সিকদারের ছেলে।
এদিকে উত্তেজিত জনতা বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় সুজন, মামুন জানান, বাসের ড্রাইভাররা সকালের লঞ্চের স্টাফদের থেকে টাকা নিয়ে বেপরোয়া গতিতে গাড়ী চালায়।
এদিকে ঘটনা শুনেই সরজমিন পরির্দশনে গিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
ভোলা সদর থানার পুলিশ পরির্দশক আরমান হোসেন বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোলার ফায়ার সার্ভিসের উপ পরিচালক জাকির হোসেন বলেন,আমরা খবর শুনে এসে বাসের আগুন নিয়ন্ত্রণ করেছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।