ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
ভোলায় বেকার যুবকদের মাঝে জিজেইউএস’র উদ্যোগে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ
ভোলায় জিজেইউএস’র উদ্যোগে বেকার যুবকদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত ৫ ডিসেম্বর এ সকল উপকরণ বিতরণ করা হয়।
সূত্রে জানা গেছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মৎস্য ও প্রানিসম্পদ ইউনিটের আওতায় ভোলা সদর উপজেলার শান্তিরহাট এলাকায় ১৫ জন বেকার যুবককে খাঁচায় মাছ চাষের জন্য খাঁচা ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।