সর্বশেষঃ

আদমশুমারীতে দলিতদের আলাদা তথ্য সংগ্রহের দাবীতে ভোলায় মানববন্ধন

ভোলায় আসন্ন আদমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তি দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন কমিটি। শনিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের, আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু, জেলা বিডিইআরএম এর সভাপতি চন্দ্র মোহন ছিডু, সহ-সভাপতি শম্ভু লাল সেলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ভানু লাল ভক্ত, সদর উপজেলা বিডিইআরএম এর সভাপতি রনজীত বেপারী সাধারণ সম্পাদক গোপাল রবিদাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সঠিক তথ্য-উপাত্ত্ব ছাড়া এই জনগোষ্ঠী জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। সেই বিবেচনায় আদমশুমারী-২০২১ একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে।এই আদমশুমারীতে দলিত জনগোষ্ঠীকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।