ভোলার বাংলাবাজারে ট্রলি-মটরসাইকেল সংঘর্ষে নিহত-১
ভোলায় ট্রলি ও মটরসাইকেলের সংঘর্ষে নিজাম উদ্দিন মিরন (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরন ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।
ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুরের দিকে ৩জন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ভোলার দিকে আসছিলো।
এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী মিরন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।