সর্বশেষঃ

দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

ভোলার দৌলতখানে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী কার্যক্রম উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল । সোমবার (৩০ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দৌলতখান উপজেলা পরিষদ চত্বরে রবি মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়া ও রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ২৪৪০জন চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়ানিক সার বিতরণী কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াছমিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম নবী নবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,উপ-সহকারি কৃষি অফিসার মোঃ আব্দুস সামি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।