সর্বশেষঃ

সুন্নাত-নফল সলাত ঘরে আদায় করা উত্তম

অধিকাংশ মুসল্লি’ই ফরয সলাতের পরের সুন্নাতসমূহ মাসজিদে পড়ে নেয়াকেই বেশী পছন্দ করেন। অথচ রাসূলুল্লাহ (সাঃ) এর অভ্যাস ছিল এসব সুন্নাত মাসজিদে না পড়ে ঘড়ে গিয়ে পড়া।
হাদীসে এসেছে, যায়েদ ইবনে সাবিত (রা) হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সা) মসজিদে একটি হুজরর ব্যবস্থা করেন। বর্ণনাকারী বলেন, আমার জানামতে রামাযান মাসে একটি চাটাই দিয়ে (রাসূলুল্লাহ (সা:) মসজিদে নববীতে) একটি হুজরার ব্যবস্থা করেন। (সেখানে তিনি ইতিকাফ অবস্থায় ইবাদত করতেন) উক্ত হুজরায় তিনি কয়েক রাত সলাত আদায় করলেন। ফলে কিছু সংখ্যক সাহাবী তাঁর অনুসরণ করে সলাত আদায় করতে শুরু করলেন। অতঃপর যখন তিনি বিষয়টি লক্ষ করলেন, তখন পূনরায় নিজের জায়গায় বসে থাকলেন (অর্থাৎ ইতিকাফ ছেড়ে দিয়ে নিজের জায়গায় নিজের ঘড়ে সুন্নাত আদায় করতে শুরু করলেন) অতঃপর সাহাবাদের সামনে উপস্থিত হয়ে বললেন, আমি তোমাদের যেসব কার্যকলাপ দেখলাম, সেগুলো অনুধাবন করতে পেরেছি।
হে লোক সকল তোমরা তোমাদের (সুন্নাত-নফল) সলাতসমূহ তোমাদের ঘরে আদায় করো। কেননা ফরয সলাত ব্যতীত উত্তম সলাত হচ্ছে যা ঘরে আদায় করা হয়। (সহীহ বুখারী, হাদীস নাং-৭৩১)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।