ভোলায় দুই সন্তান নিয়ে হোসেন বেপারী গংদের কাছে জিম্মি অসহায় ময়না
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিনমজুর শাহাবুউদ্দিন এর স্ত্রী ময়না বেগম দুই সন্তান নিয়ে কোন রকম মানবেতর জীবনযাপন করে আসছে। সুখে-দুঃখে জীবন কাটলেও ময়নার পরিবার কে নানা ভাবে সেখান থেকে উচ্ছেদ করার জন্য ময়নার প্রতিবেশি হোসেন বেপারী গংরা অত্যাচার করে আসছে, হোসেন বেপারী গংদের অত্যাচারে অতিষ্ঠ ময়নার পরিবার।
ময়না বেগম জানান,কিছুদিন পর পরই হোসেন বেপারী গংরা আমার পরিবারের উপর হামলা চালায়, গত শনিবারে আমার ১০ বছর বয়সী মেয়ে কে মুখচেপে টানা হেচড়া করলে পরে আমার মেয়ে হোসেন বেপারীর ছেলে আকবার এর হাতে কামর দিয়ে ছুটে আসে।
আমার মেয়ে জামা কাপড় ছেড়া দেখে, মেয়ে কে জিজ্ঞেস করলে, আমার মেয়ে আমাকে সব খুলে বললে আমি আকবার এর বাবা মা কে জিজ্ঞেস করতে গেলে তারা আরো উল্টা আমাকে পিটিয়ে আহত করে।
পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
এই বিষয়ে আকবার কে পাওয়া যায়নি তবে তার মা ইটপাটকেল নিক্ষেপ এর কথা স্বীকার করেন।
পুলিশের এ এস আই সুজন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি তবে জমিজমা থেকেই এই ঝগড়া বিবাদ।