ভোলার শিবপুরে ইব্রাহিম চেয়ারম্যান স্মৃতি সর্টপিচ ক্রিকেট
ফাইনালে নবীপুর ক্লাবকে হারিয়ে আব্দুল মান্নান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন
ভোলার শিবপুরে মরহুম ইব্রাহিম চেয়ারম্যান স্মৃতি স্মরণে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নবীপুর স্পেটিং ক্লাবকে হারিয়ে আব্দুল মান্নান স্পেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সপ্তাহ খানেক আগে মরহুম ইব্রাহিম চেয়ারম্যান স্মৃতি স্মরণে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেকটি দল তাদের খেলায় নিজ নিজ যোগ্যতা প্রমাণ রাখেন। সেই প্রমাণ স্বরূপ হিসেবে ফাইনালে পৌছে আব্দুল মান্নান স্পোর্টিং ক্লাব বনাম নবীপুর স্পোর্টিং ক্লাব। ওই খেলায় ফাহিম মুনতাসির ইয়াদের নেতৃত্বে আব্দুল মান্নান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন টুনামেন্টের সভাপতি ও প্রধান অতিথি ভোলার শিবপুরের কৃতি সন্তান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী এবং এলাকার জনগন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত ৭দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করে।