সর্বশেষঃ

ভোলায় কৃষি প্রনোদনা পাচ্ছেন ক্ষতিগ্রস্থ ৪০ হাজার কৃষক

ভোলায় দুই দফা বৃষ্টি ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ হাজার ৬০০ কৃষক পাচ্ছেন কৃষি প্রনদনা। এরমধ্যে ২০ হাজার কৃষক পাবেন বীজ সহায়তা, ১৩’শ কৃষক পাবনে পূন:বাসন ও ১৯ হাজার ৩০০ কৃষক পাবেন প্রনদনা কর্মসূচী। এতে করে একদিকে কৃষক ঘুরে দাড়াতে পাবেন অন্যদিকে ফসল আবাদে আরো বেশী লাভবান হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোলা কৃষি সম্প্রসার অধিদপÍর অফিস এ তথ্য জানিয়েছে।
সুত্র আরো জানায়, ভোলা সদরে ৫ হাজার ৩৬০ জন কৃষককে দেয়া হবে, দৌলতখানে ৩ হাহার ৯৪০জন, বোরহানউদ্দিন উপজেলায় ৬ হাজার ৫৯০ জন, তজমুদ্দিনে ২ হাজার ৬৭০ জন, লালমোহন উপজেলায় ৪ হাজার ৫৪০জন. চরফ্যাশন উপজেলায় ১৩ হাজার ৮৩০ এবং মনপুরা উপজেলায় ১ হাজার ৭২০ জন। ৪০ হাজার কৃষককে রবি সবজি বীজ ও ডাল বীজ, ধান ও উফসী ফসল বীজ দেয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিতরন কাজ সম্পন্ন হবে বলে জনিয়েছে কৃষি বিভাগ।
এ ব্যাপারে ভোলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাশেদ হাসনাত জানান, জমিতে অধিক ফষনের জন্য এ বছরই কৃষকদের এমন সহায়তা প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা ফসল আবাদে আরো বেশী উৎসাহ পাবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।