চরফ্যাশনের দক্ষিণ আইচায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা ও মাস্ক বিতরণ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা বাজারে আগত পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মঙ্গলবার বিকেলে করোনার ২য় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরন ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ব্যবহারের সচেতনতা বৃদ্ধির জন্য ঘরে ঘরে সচেতন করেছেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ এর নেতৃত্বে এলাকার সচেতন সুশীল সমাজ।
করোনার ২য় ঢেউ মোকাবিলা ও করোনা থেকে মুক্ত থাকার জন্য শীতের প্রাক্কালে বাজারে আগত পথচারী আবাল বৃদ্ধ বনিতা রিক্সা, অটো, টমটম, বোরাক, হোন্ডা চালক ও আরোহী দের মাঝে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ শেষে দক্ষিণ আইচা বাজারের বিভিন্ন শ্রেণির পেশাজীবি লোক, সাংবাদিকরা প্রতিটি দোকানে গিয়ে ক্রেতা বিক্রেতাকে মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতন করেন।
এ সময় দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ বলেন, করোনার ২য় ঢেউ মোকাবিলায় সরকার সকল ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন। ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা মাস্ক ছাড়া চলাচল করবেন না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।