গলাচিপায় ফসল নিয়ে বিরোধের আশঙ্কা নির্বাহী আদালতে মামলা

পটুয়াখালীর গলাচিপায় উচ্চ আদালতের রায় কে উপেক্ষা করে ভোগ দখলীয় জমির চাষাবাদ করা ফসল নিয়ে বিরোধের আশঙ্কায় নির্বাহী আদালতে অভিযোগ করার খবর পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা গেছে গলাচিপা উপজেলা মুরাদনগর নামক গ্রামের মোঃ শাহআলম মীর এর ছেলে মোঃবেল্লাল হোসেন ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে অভিযুক্ত করে মামলা করেন। এম পি নম্বার ৫৩৯/২০ এর বিরোধীরা হলেন ১.মোঃআবুবক্কর প্যাদা ২.মোঃশাজাহান প্যাদা ও মোঃশাহআলম মোল্লা। পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ উত্তর পানপট্টি মৌজার ৫৯৩ নম্বর খতিয়ানের ৩ একর ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে।  বর্তমানে বিরোধীয় জমির ফসল কাটার লক্ষ্যে পক্ষদ্বয়ের মধ্যে সংঙ্ঘাতের পরিবেশ সৃষ্টি হতে পরে বলে আশঙ্কা রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে জমির দখল ও ফসল রক্ষা করার জন্য আদালতে অভিযোগ করেন বলে ভুক্তভোগী জানান। আরো জানান দীর্ঘ ষাট বছর যাবৎ বিরোধীয় জমির ভোগদখল থাকার পরেও প্রতিপক্ষরা জমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।