ভোলায় সরকারী কর্মচারীদের কর্মবিরতীতে জনসাধারণের ভোগান্তি
ভোলা কালেক্টরেট কর্মচারী সমিতির পুর্নদিবস কর্মবিরতির ও অবস্থানের ফলে অচল হয়ে পড়েছে জেলা-উপজেলা অফিস। জনসাধারণ তাদের কাঙ্খিত কাগজপত্র সংগ্রহ করতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার (২৪ নভেন্বর) তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। কালেক্টরেট ও সহকারী কমিশনার (ভূমি) ভবনে তাদের অবস্থান ও কর্মবিরতির কর্মসূচি চলছে। আগামী ৩০ নভেন্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সেবা প্রত্যাশি মাকছুদুর রহমান জানান, কালেক্টরেট কর্মচারী সমিতির পুর্নদিবস কর্মবিরতির ও অবস্থানের ফলে অচল হয়ে পড়েছে জেলা-উপজেলা অফিস। কর্মবিরতির কারনে আমরা চরম দুর্ভোগে পড়েছি। অতি প্রয়োজনী খতিয়ানের সইমোহর ও নামজারীসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে পারছিনা, ফলে ঝুলে আছে কাজ কর্ম।
জেলা-উপজেলা প্রশাসনের কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবি পরিবর্তনসহ ১১-১৬ গ্রেড পরিবর্তন ও সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসস) এ কর্মসূচি ডাক দেয়। তাদের দাবি তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করতে হবে। এসময় আঃ মান্নান, নাঈম নিজাম, ইউসুফ হোসেনসহ বিভিন্ন বিভাগে অফিস সহকারীরা উপস্থিত ছিলেন।